Journal details
প্রথম লাইভস্টক এ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি মেলা-২০১২
Published Date: 29 Mar 2012
Keywords: প্রথম লাইভস্টক এ্যাওয়ার্ড,
কৃষিবিদ মোঃ খায়রুল আলম মিয়া, ইনাম আহমেদ সরকার, ডাঃ মোঃ আব্দুল করিম ,মোঃ আলামগীর হোসেন সরকার, ডাঃ মোঃ মফিজুর রাহমান, মীর শফিকুল ইসলাম মিলন, মোসা। সুফিয়া বেগম, ডাঃ মোঃ রকিবুল হাসান ও মোঃ ফাহিম ইবনে হোসেন।
সম্পাদনা পরিষদ, স্মরণিকা, প্রথম লাইভস্টক এ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি মেলা-২০১২
Abastract:
এই সেক্টরের সাথে সম্পৃক্ত সকল প্রাণিসম্পদের প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের সমন্মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি আনুষদের নারিকেল বাড়িয়াস্থ ভেটেরিনারি ক্লিনিক ও কৃত্তিম প্রজনন কেন্দ্র ৭ই জানুয়ারী ২০১২ অনুষ্ঠিত হয়। সভাটি রা.বি. অধ্যাপক ড. জালাল উদ্দীন সরকার এর সভাপতিত্বে ও ডা. মো: হেমায়েতুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থি ব্যক্তিবর্গের মধ্যে উলেখযোগ্য ডা. হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রাজশাহী। রা.বি-র অধ্যাপক ড. মোইজুর রহমান, পোল্ট্রি এসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. এনামুল হক, কোষাধখ্য মুনতাশির রহমান শুভ, ড. জুলফিকার মো. আখতার হোসেন বুলবুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, দূর্গাপুর, ডা. জয়ন্ত কুমার পাল, সিএসও এসিআই এনিমেল হেলথ মো. তৈয়ব আলী, জামান এগ্রো এটিএম তারেক, এরিয়া সেলস এস্কিকিউটিভ নোভারটিজ আব্দুর রাজ্জাক, ভাইটাল বাংলাদেশ লিমিটেড, ডা: মাহাবুবুর রহমান, সচেতন, আমাদের প্রজেক্ট- রাজশাহী, আব্দুল মোমিন রেনেটা লিমিটেড, মো. মাসুদ রানা বাবু জয় প্রাণি চিকিৎসা কেন্দ্র, রাজশাহী। এছাড়া মো. হাফিজুর রহমান, সেচ্ছাসেবী, নাচোল, রাজশাহী এবং মো. রিয়াজুল ইসলামসহ এনিমেল হাজবেন্ড্রি এন্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের বলিষ্ঠ কণ্ঠে রাজশাহী হতে একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবা মূলক প্রতিষ্ঠানের অগ্রযাত্রার ঘোষণা করে, লাইভস্টক ও পোল্ট্রি সেক্টরের উন্নয়নের দিক নির্দেশনাসহ যৌক্তিক দাবী আদায়ের লক্ষে এ সোসাইটি কাজ করার অঙ্গীকার করে। পরবর্তী সভায় আরও বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি নামটি প্রস্তাবিত ও গৃহিত হয় এবং ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার আহŸায়ক এবং ডা. হুমায়ন কবির ও ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফকে যুগ্ম আহŸায়ক এবং মো. এনামুল হক, ব্যবসায়ী প্রতিনিধি ড. মোইজুর রহমান, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধি, ড. জুলফিকার মো. আকতার হোসেন, ডিএলএস প্রতিনিধি, এটিএম তারেক কোম্পানি প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান, এনজিও প্রতিনিধি মো. রিয়াজুল ইসলাম, ছাত্র প্রতিনিধি এবং মাসুদ রানা বাবুকে পলী চিকিৎসার প্রতিনিধি সদস্য হিসাবে মনোনিত হয়। এডহক কমিটি নিরলস পরিশ্রম ও চেষ্টায় ৪টি সাধারণ সভা করে সোসাইটির গঠনতন্ত্র বাংলা ও ইংরেজী ভাষায় তৈরী করে যা ৪র্থ সভায় অনুমোদন লাভ করে। সোসাইটির মনোগ্রাম তৈরী করেন ড. মো. জালাল উদ্দিন সরদার, ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, ডা. মাহাবুর রহমান ও ডা. মো. রিয়াজুল ইসলাম। এযাবৎ এ অনুষ্ঠানের পূর্ব পর্যন্ত সোসাইটি এগারটি কার্যনির্বাহ সভার আয়োজন করে। ১০তম সভায় ১০টি উপকমিটি গঠন করে সোসাইটির ১ম লাইভস্টক অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন ও অ্যানুয়াল কনফারেন্স সুষ্ঠভাবে সম্পাদনের আহবান জানান হয়।