ধারা ৬ (১) সদস্য হওয়ার যোগ্যতা:
কমপক্ষে ১৮ (আঠার) বৎসর ও তদুর্দ্ধে বয়স্ক সুস্থ বিবেকবান সম্পন্ন ও সৎ চরিত্রের অধিকারী সংস্থার কার্য
এলাকায় বসবাসকারী যে কোন বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক যিনি সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি
অনুগত তিনি এই সংগঠনের সদস্য হতে পারবেন।
ধারা ৬ (২) সদস্যদের শ্রেণী বিভাগ :
এই সমিতির তিন প্রকার সদস্য থাকবে। যেমন :
(১) সাধারণ সদস্য
(২) আজীবন সদস্য
(৩) দাতা সদস্য
ধারা ৬ (৩) বিভিন্ন সদস্য ভর্তির নিয়মাবলী :
(ক) সাধারণ সদস্য : ধারা ৬ (১) সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সদস্য পদ লাভের জন্য সংস্থা কর্তৃক সরবরাহকৃত ১০/= টাকা মূল্যের নির্ধারিত আবেদন ফর্ম সংগ্রহ পূর্বক সভাপতি বরাবর আবেদন করতে হবে। আবেদন কার্যকরী পরিষদ কর্তৃক অনুমোদিত হলে ভর্তি ফি ১০০/= (একশত) টাকা এবং এক মাসের মাসিক চাঁদা ২০/= (বিশ) টাকা মোট ১২০/= (একশত বিশ) টাকা দিয়ে সদস্য পদ লাভ করতে হবে।
(খ) আজীবন সদস্য: সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন যে কোন ব্যক্তি বা সাধারণ কোন সদস্য অথবা সংস্থার সাধারণ সদস্যদের মধ্যে হতে যে কেউ সাধারণ পরিষদ কর্তৃক নির্ধারিত ৮,০০০/= (আটহাজার) টাকা অথবা সমমূল্যের কোন সম্পদ স্বতঃস্ফুর্তভাবে এককালীন একযোগে সংস্থার নামে দান করলে কার্যনির্বাহী পরিষদের অনুমোদনক্রমে তাঁকে আজীবন সদস্য হিসাবে গণ্য করা হবে।
(গ) দাতা সদস্য: সমাজ সেবায় আগ্রহী দেশী-বিদেশী উদার দানশীল যে কোন ব্যক্তি স্বতঃস্ফুর্তভাবে টাকাঅথবা সম্পদ এককালীন একযোগে সমিতির নামে ২০,০০০/- টাকা দান করলে সমিতির দাতা সদস্য হিসাবে গণ্য করা হবে।