ধারা ৬ (১) সদস্য হওয়ার যোগ্যতা:
কমপক্ষে ১৮ (আঠার) বৎসর ও তদুর্দ্ধে বয়স্ক সুস্থ বিবেকবান সম্পন্ন ও সৎ চরিত্রের অধিকারী সংস্থার কার্য
এলাকায় বসবাসকারী যে কোন বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক যিনি সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি
অনুগত তিনি এই সংগঠনের সদস্য হতে পারবেন।
ধারা ৬ (২) সদস্যদের শ্রেণী বিভাগ :
এই সমিতির তিন প্রকার সদস্য থাকবে। যেমন :
(১) সাধারণ সদস্য
(২) আজীবন সদস্য
(৩) দাতা সদস্য
ধারা ৬ (৩) বিভিন্ন সদস্য ভর্তির নিয়মাবলী :
(ক) সাধারণ সদস্য : ধারা ৬ (১) সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সদস্য পদ লাভের জন্য সংস্থা কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মে ভর্তি ফি ১০০/= (একশত) টাকা এবং এক মাসের মাসিক চাঁদা ২০/= (বিশ) টাকা মোট ১২০/= (একশত বিশ) টাকা দিয়ে সদস্য পদ লাভ করতে হবে।
(খ) জীবন সদস্য: সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন যে কোন ব্যক্তি বা সাধারণ কোন সদস্য অথবা সংস্থার সাধারণ সদস্যদের মধ্যে হতে যে কেউ সাধারণ পরিষদ কর্তৃক নির্ধারিত ৩,০০০/= (তিন হাজার) টাকা অথবা সমমূল্যের কোন সম্পদ স্বতঃস্ফুর্তভাবে এককালীন একযোগে সংস্থার নামে দান করলে কার্যনির্বাহী পরিষদের অনুমোদনক্রমে তাঁকে আজীবন সদস্য হিসাবে গণ্য করা হবে।
(গ) দাতা সদস্য: সমাজ সেবায় আগ্রহী দেশী-বিদেশী উদার দানশীল যে কোন ব্যক্তি স্বতঃস্ফুর্তভাবে টাকাঅথবা সম্পদ এককালীন একযোগে সমিতির নামে ২,০০,০০০/- টাকা দান করলে সমিতির দাতা সদস্য হিসাবে গণ্য করা হবে।
ধারা - ৬ (৪) বিভিন্ন সদস্য চাঁদা, দায়িত্ব, সুবিধা ও অধিকারঃ
(ক) সাধারণ সদস্যঃ সাধারণ সদস্য হিসাবে প্রত্যেককে মাসিক চাঁদা পরিশোধ করতে হবে। সাধারণ
সদস্য হিসাবে (বৈধ সদস্য) যে কেহ কার্য নির্বাহী পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দীতা করতে এবং ভোট দিতে
পারবেন। সমিতির কোন কাজে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণ বা মতামত প্রকাশ করতে পারবেন এবং
সমিতি কর্তৃক যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
(খ) জীবন সদস্যঃ তিনি ভোটে প্রতিদ্বন্দীতা বা ভোট দিতে পারবেন না। তাঁকে মাসিক চাঁদা দিতে হবে
না। তবে স্বেচ্ছায় কোন কিছু দান করলে তা গ্রহণ করা যাবে।
(গ) দাতা সদস্যঃ সংস্থার কোন নিয়মিত সদস্য নন। তিনি সমিতির সম্মানিত দাতা সদস্য হিসাবে গণ্য
হবেন।