রাজশাহীতে বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (বিএলএস) সপ্তম দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে নগরীর একটি রেঁস্তোরায় এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিএলএস সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিভাগের ডিন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার।

এতে প্রধান অতিথি ছিলেন-বিভাগীয় প্রাণসম্পদ দপ্তরের পরিচালক ডা. উত্তম কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন-জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন, বিভাগীয় ভেটেরিনারী পাবলিক হেল্থ দপ্তরের উপপরিচালক ডা. আব্দুল মজিদ, জেলা সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজ।

সাধারণ সভায় কমিটির বিগত মেয়াদের সাংগঠনিক কার্যক্রম পেশ করেন বিএলএস সাধারণ সম্পাদক ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফ। এছাড়া আর্থিক বিবরণী পেশ করেন কোষাধ্যক্ষ কৃষিবিদ মো.  ইসমাইল হক। এছাড়া ৫ জানুয়ারিকে  বি এল এস ডে হিসাবে পালন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহিত হয়।  সমিতির সদস্যদের সর্বসম্মতিক্রমে তা অনুমোদন হয়। একই সাথে বর্তমান কমিটিকে আগামী লাইভস্টক অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইফস্টক পোল্ট্রি মেলা আয়োজন পর্যন্ত বর্ধিত করা হয়।

এতে বক্তব্য দেন-বিএলএস জীবন সদস্য রাবির ক্রপ সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো.  বাকী বরকত উল্লাহ, সাবেক জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. খাইরুল আলম মিয়া, রাবি অধ্যাপক ড. রায়হান গফুর, ড. মো. আব্দুল্লাহ আল মামুন মিঞা, ব্র্যাক ডেইরীর আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো.  রিয়াজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে করোনা মোকাবেলায় বাংলাদেশ লাইভস্টক সোসাইটির উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পরে বিভাগীয় প্রাণসম্পদ দপ্তরের বিদায়ী পরিচালক ডা. উত্তম কুমার দাস ও রাবির ভেটেরিনারী অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিভাগের ডিন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদারকে সংবর্ধনা দেয়া হয়। শেষে বিএলএস এর জীবন সদস্যদের কোর্টপিন প্রদান করা হয়।